করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

দৈনিক আমার খবর: October 29, 2020

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি ঢাকাঃ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ফিফার গভর্নিং বডি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে করোনার হালকা লক্ষণ রয়েছে বলে জানানো হয়েছে। তিনি এখন আইসোলেশনে রয়েছেন। ফিফা জানায়, কমপক্ষে ১০দিন আইসোলেশনে থাকবেন ইনফান্তিনো। বিবৃতিতে তার দ্রুত সুস্থতা কামনা করেছে সংস্থাটি। এদিকে শেষ কয়েক দিনে ফিফা সভাপতির সংস্পর্শে এসেছেন, এমন সবাইকে বিষয়টি জানানো হয়েছে। সেই সঙ্গে তাদের সবাইকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আগামীনিউজ/আশা

প্রকাশক ও সম্পাদক : জামশেদ ইবনে মুসলিম।

যোগাযোগ: আঠারা বাড়িয়া, জারইতলা, নিকলী, কিশোরগঞ্জ।
হটলাইন: ০১৭১১৫১১১১৯ । ই-মেইল: dainikamarkhabor@gmail.com