নিকলীতে শিশু ধর্ষণের চেষ্টায় মামলা! স্থানীয়ভাবে আপোষের অবৈধ চেষ্টা

দৈনিক আমার খবর: March 10, 2025

নিকলীতে শিশু ধর্ষণের চেষ্টায় মামলা!  স্থানীয়ভাবে আপোষের অবৈধ চেষ্টা নিজেস্ব প্রতিবেদকঃ নিকলীতে এতিম অসহায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা নিলেন থানা পুলিশ। স্থানীয়ভাবে আপোষের চেষ্টার ফলে বিলম্বে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। কিশোরগঞ্জের নিকলী উপজেলার শহরমূল গ্রামের গাছগইড়া হাটি এলাকার আরাকান ইবতেদায়ী মাদ্রাসার ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসার শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় গত ৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে। শিশুটি সন্ধ্যার দিকে মাদ্রাসার হুজুরকে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে ইবতেদায়ী মাদ্রাসার ধান রাখার গোলাঘরে টেনে নিয়ে যায় স্থানীয় সাদিব নামের ১৬ বছরের এক কিশোর। যেখানে তার জামা ও হাফপ্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ধর্ষণের চেষ্টার সময়ে শিশুটি ডাক চিৎকার করিলে মাসহ স্থানীয়রা এগিয়ে এলে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। এ সময়ে সাদিব দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটিকে ধামাচাপার লক্ষ্যে নানানভাবে চেষ্টা করা হয়েছে। যে কারণে মায়লা করতে বিলম্ব হয়েছে। ধর্ষণের চেষ্টাকারী সাদিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কারপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল সর্দার ঘটনার সত্যতা স্বীকারের পাশাপাশি আপোষ মিমাংসার মাধ্যমে ঘটনাটিকে মিটমাটের চেষ্টা করা হয়েছে বলেও জানান। নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন এক প্রশ্নের জবাবে জানান, অভিযোগের সাথে সাথেই মামলা আমলে নেয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের বিষয়েও চেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন।  

প্রকাশক ও সম্পাদক : জামশেদ ইবনে মুসলিম।

যোগাযোগ: আঠারা বাড়িয়া, জারইতলা, নিকলী, কিশোরগঞ্জ।
হটলাইন: ০১৭১১৫১১১১৯ । ই-মেইল: dainikamarkhabor@gmail.com