দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে মাদক উদ্ধার

দৈনিক আমার খবর: October 29, 2020

দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে মাদক উদ্ধার ঢাকাঃ বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশমা প্রকাশের বাড়ি থেকে মাদক উদ্ধার করেছে দেশটির নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। যে কারণে কারিশমার বাড়ির দরজায় একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে এনসিবি সদস্যরা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, বাড়িতে এনসিবি’র তল্লাশির সময় কারিশমা কোথায় ছিলেন তা জানা যায়নি। তার খোঁজও পাওয়া যাচ্ছে না। কারিশমার বাড়ি থেকে এনসিবি কত পরিমাণ মাদক উদ্ধার করেছে, তা জানায়নি। তবে শিগগিরই এ বিষয়ে গণমাধ্যমে কথা বলবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে বলিউডে মাদককাণ্ড নিয়ে নাম জড়ায় দীপিকা পাড়ুকোনের। ২০১৭ সালে অভিনেত্রীর সঙ্গে কারিশমা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। সে সময় তিনি কখনো মাদক নেননি বলে দাবি করেন। তবে ওই চ্যাটে ছোট-বড় সিগারেট বোঝাতে কারিশমার সঙ্গে ‘মাল’ ও ‘হ্যাশ’ কোড শব্দে কথা বলেছিলেন বলে দীপিকা জানিয়েছিলেন। আগামীনিউজ/এএস

প্রকাশক ও সম্পাদক : জামশেদ ইবনে মুসলিম।

যোগাযোগ: আঠারা বাড়িয়া, জারইতলা, নিকলী, কিশোরগঞ্জ।
হটলাইন: ০১৭১১৫১১১১৯ । ই-মেইল: dainikamarkhabor@gmail.com