১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক আমার খবর: October 29, 2020

১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকাঃ রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম। এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ সুমন ওরফে নোয়াখাইল্যা সুমন ওরফে খোকন (৩৬) ও মোসাঃ শিউলি বেগম (৪০)। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে জানান, সোমবার (২৬ অক্টোবর) রাত ৮.১৫ টায় উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের মাথায় ঢাকা-ময়মনসিংহ রোডের ওপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিতস্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আগামীনিউজ/জেহিন

প্রকাশক ও সম্পাদক : জামশেদ ইবনে মুসলিম।

যোগাযোগ: আঠারা বাড়িয়া, জারইতলা, নিকলী, কিশোরগঞ্জ।
হটলাইন: ০১৭১১৫১১১১৯ । ই-মেইল: dainikamarkhabor@gmail.com