Agaminews
Dr. Neem Hakim

৩০ হাজার কর্মী ছাঁটাই করার পথে বোয়িং


শাহরিয়ার হোসাইন প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২০, ৫:১৭ অপরাহ্ন /
৩০ হাজার কর্মী ছাঁটাই করার পথে বোয়িং

ঢাকাঃ করোনা সংকটের কারণে ফের কর্মী ছাঁটাই করবে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং।  আগামী বছরের শেষ নাগাদ চাকরি হারাবেন কোম্পানিটির ৩০ হাজার কর্মী।

গত এপ্রিল মাসে ১৬ হাজার কর্মীকে ছাটাই করে বোয়িং।  করোনা মহামারীর কারণে বিমান চলাচল কমে যাওয়ায় কোম্পানির সবচেয়ে বড় আয়ের মাধ্যম কমে এসেছে।
ডয়চে ভেলে জানিয়েছে, করোনার কারণে এয়ারবাস বছরের প্রথম চার মাসে প্রায় ৫০ কোটি ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ বছরের প্রথম তিন মাসে ক্ষতির পরিমাণ ছিল ৪৮১ মিলিয়ন ইউরো৷ অথচ আগের বছরের প্রথমদিকে ৪০ মিলিয়ন ইউরো মুনাফা করেছিল তারা৷
বর্তমানে  ১ লাখ ৬০ হাজার কর্মী কোম্পানিটির অধীনে কাজ করেন।  অব্যাহত লোকসানের কারণে এটিকে ২০২১ সালের শেষ নাগাদ কমিয়ে ১ লাখ ৩০ হাজারে নামিয়ে আনা হবে।
আগামীনিউজ/জেহিন