Agaminews
Dr. Neem Hakim

হাওর অঞ্চলে বাড়ছে ছুরি ও ডাকাতির ঘটনা, ঝুঁকি নিয়ে মাইক্রো সেবা!


দৈনিক আমার খবর প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন /
হাওর অঞ্চলে বাড়ছে ছুরি ও ডাকাতির ঘটনা, ঝুঁকি নিয়ে মাইক্রো সেবা!

হাওর অঞ্চল থেকে বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের একাধিক হাওর এলাকায় ঘটছে তুলনামূলক অধিক পরিমাণে চুরি ডাকাতির ঘটনা। একাধিক উপজেলার বিক্ষিপ্ত স্থানের রাস্তা-ঘাটে, হাট-বাজারে, দোকানে ও ঘর-বাড়িতে। এমনকি মসজিদেও চুরির ঘটনার খবর মিলছে। বাড়ছে অটোরিক্সাসহ হাওরের বুক থেকে সেচ মটার মেশিন উধাও হওয়ার ঘটনাও।

অনুসন্ধানে উঠে এসেছে নিকলীতে শীত মৌসুমে অধিক পরিমাণে ছুরির ঘটনা ঘটে চলেছে। এছাড়াও বিভিন্ন স্থানের ছুরির ঘটনায় আতঙ্কে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা। শান্তিপ্রিয় সাধারণ জনগণের দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা প্রয়োজন। অনিয়মের অভিযোগ উঠেছে নৌ পথে ঘোড়াউত্রা নদীর বুকে ছাতিরচর এলাকা সংলগ্নে নৌ সেবাদানের লক্ষ্যে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়েও। নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য লোকের ভাষ্য ২০ টাকা আদায়ের নামে চলছে অতিরিক্ত আদায়। নানান সমস্যার কথা ভেবে অভিযোগ দিতেও নারাজ দূর দূরান্তের নদীর বুক দিয়ে চলাচলকারী নৌ মাঝি ও মালিক পক্ষের লোকজন। তবে প্রশাসনের ভাষ্য কারো বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিকলীর জারইতলা ধারীশ্বর কামালপুরের রোকন মিয়া জানান, ৭ জানুয়ারিতে ঢাকা শেওড়া এলাকার বাসায় চলে যাওয়ার সুযোগে রাতে মেইন গেটের তালাসহ মোট ৩টি তালা ভেঙ্গে একাধিক সুকেজ থেকে ৭০ হাজার টাকা মুল্যের জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। হয়রানির আশঙ্কায় আইনের ধারস্থ হননি বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

জারইতলা ইউনিয়নের একাধিকবারের ৪নং ইউপি সদস্য আবু বাক্কার, সাবেক ইউপি সদস্য দীনইসলাম, ৫নং ওয়ার্ডের চান মিয়া, ৬নং ওয়ার্ডের গিয়াস উদ্দিনসহ বেশ কিছু জনপ্রতিনিধিরা অতিরিক্ত চুরি ঘটনার কথা উল্লেখ করেন।

নিকলীর সদরের অটোরিকশা চুরির ঘটনায় জারইতলা ৫নং ইউপি সদস্যের ছেলে খাইয়্যুম ও বাদশাহসহ চারজনের নামে নিকলী থানা ও সেনা ক্যাম্পে রয়েছে চলতি মাসের মাঝামাঝিতে অভিযোগ। কয়েক দফায় সালিশ দরবার হয়েছে বলেও জানান আবু বক্করসহ একাধিক ইউপি সদস্য। আবু বাক্কারের ভাষ্যমতে ৩০ জানুয়ারি মাঝরাতেও ঘটেছে সুন্নাত আলীর ঘরে সিধেলকেটে চুরির ঘটনা। গত সপ্তাহে দক্ষিণ হাঁটির খোকনের দোকান ঘরে চুরি, মেওড়া হাওর থেকে ইস্রাফিলের সেচ মেশিন চুরির ঘটনাসহ চলতি মাসের অসংখ্য চুরির ঘটনার বিবরণ তুলে ধরেন।

এছাড়াও ৩০ জানুয়ারির মাঝ রাতে বনমালীপুর নয়া হাঁটির নুর মিয়ার সেচ মেশিনসহ একই ইউনিয়নের আঠার বাড়িয়ার আলী হোসেনের পানির মটর, ১৪ জানুয়ারিতে তানজিলের সেচ প্রকল্পের মটরসহ অসংখ্য মটর নিয়ে যায়। এক মাসের ব্যবধানে অত্র ইউনিয়নের রসুলপুর ও বনমালীপুর থেকে একাধিক সেচ মটার এবং অটোরিকশাসহ মসজিদের জেনারেটর ও ব্যাটারি চুরির ঘটনা ঘটে চলেছে অত্র ইউনিয়নের বিক্ষিপ্ত স্থানে।

স্থানীয় জনপ্রতিনিধিসহ অসংখ্যা জনগণের ভাষ্যমতে, এটা শুধু জারইতলা ইউনিয়নের চলতি মাসের চুরির ঘটনার সংক্ষিপ্ত একটি খন্ড চিত্র। এমন অসংখ্য ঘটনা অহরহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘটে চলেছে।

শুধু নিকলী উপজেলাতেই নয় বরং পাশ্ববর্তী উপজেলাতেও একই চিত্র প্রায়। বাজিতপুরে চুরির পাশাপাশি ডাকাতির ঘটনা ঘটে চলেছে একাধিক সময়ে, উপজেলার একাধিক স্থানে। জানা গেছে সরারচর ইউনিয়নের বুড়িকান্দা এলাকার মূল রাস্তায় ২৮ জানুয়ারি ভোর রাতে ঘটেছে একটি ডাকাতির ঘটনা। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন রাস্তাটি দিয়ে চলাচলকারী চালক ও যাত্রীরা। ২৮ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা কামরাঙ্গীরচর এলাকা থেকে কাওরান বাজার হয়ে, রামপুরা, ডেমরা, হাতিরঝিলের উপর দিয়ে হায়েছ গাড়িটি অন্যান্য সময়ের মতো ১৪ জন যাত্রী নিয়ে গন্তব্যস্থল হিলোচিয়া বাজারে পৌঁছার আগেই বুড়িকান্দা এলাকায় দস্যুদের কবলে পড়ে। চালক ও যাত্রীরা জানান, বুড়িকান্দা এলাকার ফাঁকা জায়গায় মূল রাস্তার উপরে কলাগাছ ও অটোরিকশা দিয়ে ব্যারিক্যাট দিয়ে মাইক্রোটি থামাতে বাধ্য করে। এ সময়ে প্রথমে আটজন ডাকাত এসে একেক করে যাত্রীদের নামিয়ে অস্ত্রের মুখে তল্লাশি করে। পাশাপাশি ডাকাতরা গাড়িতে উঠে সকলের ব্যাগও তল্লাশি করে। অতিরিক্ত আরও ডাকুদের অটোরিকশায় দেখতে পান চালক। এ সময়ে মোবাইল, টাকা ও স্বর্ণালংকার দিতে আপত্তি জানালে একাধিক ব্যক্তিকে মারধর করে। চালক নজরুলকেও দাড়ালো দায়ের বিপরীত অংশ দিয়ে আঘাত করে। চালক নজরুলের ১২ হাজার টাকা মূল্যের বিভো এন্ড্রয়েড মোবাইলটি কেড়ে নেয়। এছাড়াও ডালিম নামের এক নারীর কানের দূল ও তার পুত্র বধুর স্বর্ণের চেইন কেড়ে নেয়। ডালিম আপত্তি জানালে থাপ্পড় মারে বলেও জানান। নজরুলের ভাষ্যমতে, নগদ আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকাসহ অতিরিক্ত দেড় লক্ষ টাকার স্বর্ণালংকারও এ সময়ে নিয়ে গেছে ডাকাতরা। তবে এখন পর্যন্ত ডাকাতদের বিরুদ্ধে মামলা করার কেউ সাহস দেখায়নি বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে, শাহ জালাল, হুমায়ূন ও ইসমাইল নামক ৩ ব্যক্তির ৩টি গাড়ি নিয়মিত এ রোডে চলাচল করে। তবে বর্তমানে শাহ জালালের গাড়িটি বন্ধ রয়েছে। একাধিক চালক জানান ২০১৭ সালের ১৩ই ফেব্রুয়ারির দিকেও কামরাঙ্গীরচর থেকে হিলোচিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এ সার্ভিসের একটি মাইক্রো নরসিংদীর বেলাবোতে শেষ রাতে এসে দ্রুতগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়। এতে ১২ জন নিহত হয়। ১জন পঙ্গু অবস্থায় বেঁচে আছেন। জানা গেছে এদের সকলেই ছিলেন নিকলীর ছাতিরচর এলাকার। দুর্ঘটনার পর এবং করোনাকালীন সময়ে কিছুদিন এ সার্ভিসটি বন্ধ থাকলেও ঝুঁকি নিয়েই পুনরায় চালু হয়। গন্তব্য স্থলের নিকটবর্তী সরারচর বুড়িকান্দা নামক স্থানে দুই বছর আগেও ডাকাতের কবলে পড়ে এ সার্ভিসের আওতাধীন হুমায়ুনের মাইক্রো গাড়ী। এতে চালক ছিলেন নুর মোহাম্মদ। সেই সময়েও ডাকাতরা মারধর ও ভয়ের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ দামী জিনিসপত্র নিয়ে যায়। এ স্থানটি ডাকাতের জন্যে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন একাধিক চালকসহ স্থানীয়রা। তবুও ঝুঁকি নিয়ে রাতে চলে সেই এসি ও নন এসি সার্ভিস। এসির ভাড়া ৪০০ এবং নন এসির ভাড়া ৩৫০ বলে জানান চালক নজরুল।

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বরও ভোর সাড়ে ৫টার দিকে হিলোচিয়ার বাশ মহলেও ডাকাতের কবলে পড়ে চালক নজরুল। এ নিয়ে বাজিতপুর থানায় নজরুল একটি ডাকাতি মামলা করেছেন বলে উল্লেখ করেন।

নাম প্রকাশের অনিচ্ছুক অসংখ্য ভুক্তভোগীর সাথে কথা হলে ন্যায় বিচার বহির্ভূত আর উল্টো হয়রানির ভয়ে মামলা মোকাদ্দমার দিকে এগুতে চাননি এমন তথ্যও মিলে সরেজমিনে।

নিকলী থানার সেকেন্ড অফিসার এস আই রিয়াদ উদ্দিনের কাছে ৩০ জানুয়ারী বিকালে মুঠোফোনে জানতে চাওয়া হয় ‘চলতি মাসে নিকলীর কোথাও চুরির কোন অভিযোগ থানায় এসেছে কি না? জবাবে কোন অভিযোগ না থাকার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন এক প্রশ্নের জবাবে বলেন, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির বিষয়ে বিষয়ে পুলিশ সদা তৎপর রয়েছে বলে উল্লেখ করেন। নৌপথে সেবাদানের লক্ষ্যে জেলা থেকে ২০ টাকার অনুমতি আনা হয়েছে এমনটিও উল্লেখ করেন। তবে কেউ যদি চাঁদাবাজি করে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনে মামলা নেয়া হবে বলেও উল্লেখ করেন।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন বলেন, বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নেরবুড়িকান্দার ডাকাতির ঘটনার কোন অভিযোগ তার কাছে পৌঁছেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান।